1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

ঢাকা উত্তরে মশা নিধনের ব্যাকটেরিয়া আমদানিতে ‘জালিয়াতি’ সিঙ্গাপুরের কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে। আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটিতে মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরের কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে। দরপত্রের শর্ত অনুযায়ী বিটিআই ব্যাকটেরিয়াটি চীন থেকে আমদানির কোনো সুযোগ ছিল না।

ঢাকা উত্তর সিটিকে (ডিএনসিসি) মশা নিধনের নতুন এই ব্যাকটেরিয়া সরবরাহ করেছে বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারা সিটি করপোরেশনকে যে বিটিআই ব্যাকটেরিয়া বুঝিয়ে দিয়েছে, ওই মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল লিমিটেডের নাম লেখা রয়েছে।

সে (মার্শাল এগ্রো) যা মন চায়, তা–ই করুক, যদি এ রকম হয়, ও তো ব্ল্যাকলিস্টেট (কালো তালিকাভুক্ত) হয়ে যাবে। তবে যেটা হয়েছে, সেটি আমাদের সিটি করপোরেশনের জন্য বড় একটি শিক্ষা হয়েছে

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম

মশক নিধন কার্যক্রমপ্রথম আলো ফাইল ছবি

তবে চট্টগ্রাম বন্দরের আমদানির তথ্যে দেখা যায়, গত ২৬ জুলাই চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে করে বিটিআই ব্যাকটেরিয়া আমদানি করে মার্শাল অ্যাগ্রোভেট লিমিটেড। যা চীনের ‘শানডং গানন অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি’ থেকে আনা হয়েছে।

গত ৩০ জুলাই কাস্টমস কর্তৃপক্ষের কাছে ৫ লাখ ৩৮ হাজার টাকা শুল্ককর পরিশোধ করে বিটিআইয়ের ওই চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেয় প্রতিষ্ঠানটি। আমদানির তথ্য অনুযায়ী, চালানটিতে পাঁচ টন বিটিআই ছিল। আমদানিমূল্য দেখানো হয় ৪৮ হাজার ৫০০ ডলার।

এ ছাড়া মার্শাল অ্যাগ্রোভেটের আমদানির তথ্যে দেখা যায়, শুধু গত মাসে নয়, প্রতিষ্ঠানটি এ বছর সিঙ্গাপুর থেকে কোনো রাসায়নিক আমদানি করেনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com