1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

নতুন যুগে টাটা সাম্রাজ্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে
ভারতের বাণিজ্যে টাটাদের সুনাম সর্বজনবিদিত। বিশেষ করে রতন টাটার সাফল্য যে কারও কাছেই অনুপ্রেরণা। সেই প্রেরণাকে পাথেয় করে এগোচ্ছেন নতুন প্রজন্মের কর্ণধার লিয়া ও মায়া…

 

২০২২ সালে লিয়া টাটা ও মায়া টাটা এবং নেভিল টাটাকে চেয়ারম্যান করে রতন টাটার অধীনে কাজের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে লিয়া টাটা এবং মায়া টাটার হাতে আসতে যাচ্ছে টাটা গ্রুপের দায়িত্ব…

আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সাফল্যের সিংহভাগই এসেছে একটি গ্রুপের হাত ধরে। নাম- টাটা সন্স। গ্রুপ অব কোম্পানিটি টাটা গ্রুপ নামে বেশি পরিচিত। সংস্থাটির বর্তমান চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। তবে ১৯৯১ সাল থেকে ২০১৭ সাল অবধি রতন টাটা ছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যন। তার আমলেই টাটা সন্সে সাফল্যের তালিকা দীর্ঘ। আর পরবর্তী প্রজন্মে টাটার দায়িত্ব নিতে যাচ্ছেন লিয়া টাটা ও মায়া টাটা। লিয়া সম্পর্কে রতন টাটার ভাই নোয়েল টাটার জ্যেষ্ঠ কন্যা। লিয়ার বোন মায়াও গোষ্ঠীটির ব্যবসার সঙ্গে যুক্ত। লিয়ার এক ভাইও রয়েছেন এই তালিকায়। নাম নেভিল টাটা। ভারতীয় বণিক মহলে এদের সরব উপস্থিতি জানান দিচ্ছে যে ভবিষ্যতের টাটার নেতৃত্ব কেমন হবে। নোয়েল টাটা এবং আলো মিস্ত্রির কন্যা লিয়া। বাবা-মা দুজনই সফল ব্যবসায়ী। তাদের দেখানো পথেই হেঁটেছেন লিয়া। তিনি পড়াশোনা করেছেন স্পেনের বিজনেস স্কুলে। মাদ্রিদের আইই বিজনেস স্কুলে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন লিয়া। ২০১০ সালে বিখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতোঁয় তিন মাসের ইন্টার্নশিপ করেন তিনি। গত ১০ বছরেও ভারতের হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দায়িত্ব সামলেছেন লিয়া। ২০০৬ সালে তাজ হোটেলস রিসোর্টস অ্যান্ড প্যালেসেসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন লিয়া। পরে টাটা গোষ্ঠীর সঙ্গেও যুক্ত হন। টাটা মেডিকেল সেন্টার ট্রাস্টের একজন ট্রাস্টি লিয়া টাটা। এক প্রতিবেদনে জানা গেছে, টাটা ডিজিটালের সঙ্গে যুক্ত হয়েছেন লিয়া টাটার বোন মায়া টাটাও। অন্যদিকে টাটা সন্সের রিটেইল সংস্থা ট্রেন্ট সামলাচ্ছেন ভাই নেভিল টাটা। অর্থাৎ টাটা পরিবারের নতুন প্রজন্মও ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তবে টাটাদের পরের প্রজন্মের লিয়া, মায়া, নেভিলরা অনেকটা প্রচারবিমুখ। বরাবরই প্রচারের আড়ালে থাকেন তিন ভাই বোন। নতুন প্রজন্মের হাত ধরেই এগোচ্ছে টাটা গ্রুপ। আজকের দিনে টাটা গ্রুপের ব্যবসায়ী উত্থান কিংবা টাটা গ্রুপের স্বর্ণযুগের অন্যতম কর্ণধার রতন টাটা। তবে ‘টাটা’র গল্প শুরু হয় সেই ব্রিটিশ শাসনের সময়। দেড় শতাধিক বছর পেরিয়ে টাটা গ্রুপ আজকের দিনে ভারতের অন্যতম শীর্ষ বাণিজ্য প্রতিষ্ঠান। ১৮৬৮ সালে প্রথম শুরু হয় টাটা গ্রুপের পথচলা। জামশেদজি টাটার হাত ধরে প্রথম ভারতীয় উপমহাদেশে টাটা গ্রুপের যাত্রা শুরু হয়। তিনি ছিলেন মুম্বাইয়ের এক রপ্তানি ব্যবসায়ীর ছেলে। ১৮৫৮ সালে তিনি বাবার ব্যবসার প্রসারে হংকং চলে গেলেন। পরের দশকে তিনি ব্যবসাকে ছড়িয়ে দিতে ঘুরলেন জাপান, চীন এবং গ্রেট ব্রিটেন। ১৮৬৮ সালে গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান ‘টাটা গ্রুপ’। গড়ে তোলেন টেক্সটাইল মিল, স্টিল প্রোডাকশন প্ল্যান্ট এবং আন্তর্জাতিক মানের ট্যুরিজম ব্যবসা (যার ফসল ‘তাজমহল প্যালেস হোটেল’)। জামশেদজি ব্যবসায়ী হলেও তার মূল উদ্দেশ্য সব সময়ই ছিল মানুষের উপকারে আসা। জামশেদজির দুই পুত্র তাদের বাবার এত দিনের গড়ে তোলা প্রতিষ্ঠানকে ভেঙে পড়তে দেননি, বরং আরও সামনে এগিয়ে নিয়ে গেছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com