1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

হামলা গুলি সংঘর্ষে ভোট শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন ♦ ভোটার উপস্থিতি কম ♦ সংঘাত ককটেল বিস্ফোরণ ♦ প্রিসাইডিং অফিসার ও এজেন্ট আটক ♦ জেল-বর্জন-জালভোট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

হামলা, গুলি, সংঘর্ষ, জালভোট, কারচুপি, বর্জনের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম ছিল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ধান কাটার এ মৌসুমে বৈরী আবহাওয়ার মধ্যেও ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে বলে ধারণা করছেন তিনি। গতকাল ভোট গ্রহণ শেষে এসব কথা বলেন। অনিয়ম ও গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়। অনিয়মের চেষ্টার অভিযোগে আটক করা হয় ৩৭ জনকে। প্রাপ্ত খবর অনুযায়ী, অনেক জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও প্রায় সব জায়গায়ই ভোটার উপস্থিতি কম ছিল। সংঘর্ষ ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে, নরসিংদী, মাদারীপুর ও লক্ষ্মীপুরে। এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, প্রিসাইডিং অফিসার ও এজেন্ট আটক, গ্রেফতার, সাজা প্রদান, জালভোট এবং ভোট বর্জনের খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের কাছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তোতা নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার পাঁচটিকরি আলিম মাদরাসা কেন্দ্রের কাছে এ সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুুল খালেক ও বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলামের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, কেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষ ঘটে। নরসিংদী : কেন্দ্র দখলের চেষ্টার সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সকাল ৯টার দিকে সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সকাল ৯টার দিকে কেন্দ্র দখলের চেষ্টার সময় সদর উপজেলা পরিষদে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুুল বাকিরের সমর্থকদের সঙ্গে কাপপিরিচ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। ওই সময় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪০ মিনিট পর পুনরায় ভোট চালু করা হয়। প্রিসাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪০ মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। এ ছাড়া সদর উপজেলার মূলপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে র‌্যাব সদস্যরা তাদের কেন্দ্র থেকে সরিয়ে দেন। মাদারীপুর : সদর উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে মস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ : গজারিয়ায় পৃথক স্থানে সংঘর্ষ, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের আনারস প্রতীকের সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী কাপপিরিচের প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলিও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে দুই গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হন। দুপুর পৌনে ২টার দিকে একই ইউনিয়নের হোসেন্দী বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র দুই দফা দখলের চেষ্টা করেন আনারস প্রতীকের সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। নেত্রকোনা : নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্গাপুর উপজেলার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের ওই কেন্দ্রে ১০টি বুথ রাখার কথা থাকলেও ৯টি বুথ করা হয়। সেই সঙ্গে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার না করার বিষয়টিও পরিলক্ষিত হয় পরিদর্শন টিমের কাছে। পরে বিষয়টি আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ওই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করে সহকারী প্রিসাইডিং অফিসার সৌরভ সাহাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেন। মাগুরা : উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সদরে ১২০ ও শ্রীপুর উপজেলায় ৫৭ কেন্দ্রের ১ হাজার ২৪৪টি বুথে ভোট গ্রহণ হয়। সদরের আমুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই ব্যক্তিকে চেয়ারম্যান পদের দুটি ব্যালট দেওয়ার অভিযোগে দিপিকা রানী নামে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নারায়ণগঞ্জ : বন্দর উপজেলা নির্বাচনে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ, জালভোটারকে কারাদন্ড ও পোলিং এজেন্টকে কান ধরে উঠবস করানোসহ নানা ঘটনা ঘটেছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। গতকাল বেলা ১১টায় বন্দর হাজি আবদুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জালভোট দেওয়ায় নাঈম নামে একজনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। সিলেট : সিলেটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চার উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। কয়েকটি কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগ পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে সিলেট সদরের দুটি কেন্দ্রে ভোট বর্জন করেছেন চা-শ্রমিকরা। অনিয়মের অভিযোগে বন্ধ করা হয়েছে একটি কেন্দ্রের ভোট গ্রহণ। সদর উপজেলার কিছু কেন্দ্রে জাল ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টুকেরবাজার ইউনিয়নের দলদলি চা-বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে চা-শ্রমিকরা ভোট বর্জনের ঘোষণা দেন। বিশৃঙ্খলার কারণে কেন্দ্রে ১ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। রাঙামাটি : রাঙামাটিতে ভোটের মাঠ ছিল একেবারেই শূন্য। ছিল না কোনো ভোটারের লাইন কিংবা উপস্থিতি। তবুও ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা। কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের বর্মাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মো. সামশুদ্দোহা চৌধুরী (আনারস) প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী মংসু ইউ চৌধুরীর (ঘোড়া) মধ্যে উত্তেজনা দেখা যায়। এ সময় কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করতে চায় আঞ্চলিক রাজনৈতিক দলের নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা। তবে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলে আবারও শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম। বগুড়া : বগুড়ায় তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে গাবতলীতে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝপাড়া কুসুুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী এবং আনারস প্রতীকের এজেন্ট এরশাদ আলী। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠান। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুর : জাল ভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ভোট কেন্দ্র থেকে হৃত্বিক নামে একজনকে এক মাসের কারাদন্ড ও বাবুল শেখ নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মাহফুজ নামে একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি-ধমকির অপরাধে আবু সিদ্দিক নামে এক ইউপি সদস্যকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দামুড়হুদা ও জীবননগর উপজেলায় একই অপরাধে অপর দুজনকে আটক করেছে পুলিশ। সকালে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক করা হয়। লক্ষ্মীপুর : উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড ও সন্দ্বীপ উপজেলায় বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাক্কাধাক্কিসহ বেশকিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। মিরসরাই উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের একটি কেন্দ্রে দুই স্কুলছাত্রকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম ধাপে গতকাল কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বেলকুচি উপজেলার তামাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনা এবং প্রভাব বিস্তারের কারণে ডিবি পুলিশ জহুরুল ইসলাম নামে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ৯৪ হাজার টাকাসহ গ্রেফতার করেছে। মেহেরপুর : মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু করে দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। রাজশাহী : উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। এর মধ্যে অবশ্য নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় নির্বাচন হচ্ছে। খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে গবামারা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তাফা। অভিযুক্তরা হলেন- উপজেলার গবামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী (৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। কুমিল্লা : প্রথম ধাপে কুমিল্লার তিন উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোটাররা ঢিমেতালে কেন্দ্রে উপস্থিত হন। অন্যান্য ভোটে কেন্দ্রে মহিলা ভোটারের ভালো উপস্থিতি দেখা গেলেও এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। পুরুষ ভোটারের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। কিছু কিছু কেন্দ্র ছিল একদম ফাঁকা। কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার অন্তত ২০টি কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়। মনোহরগঞ্জে আনারস প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ছিল র‌্যাবের টিমের টহল। একটু পরপর মোবাইল টিম কেন্দ্র পরিদর্শন করেছে। ভোটার ছিল হাতে গোনা। মনোহরগঞ্জের মড়হ কেন্দ্রের বাইরে শুধু ঘোড়া প্রতীকের কর্মীদের দেখা যায়। পোস্টারও ছিল ঘোড়া প্রতীকের। ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা আক্তার এ নির্বাচন প্রত্যাখ্যান করেন। তারা এ ভোট বাতিল করে নতুন নির্বাচন করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান। এ ছাড়া মেঘনার বিভিন্ন কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com