বাংলাদেশ-ভারত স্থলবন্দরের কয়েকটিতে ভারতীয় উগ্রপন্থিদের নানা তৎপরতার কারণে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হলেও বাকিগুলো স্বাভাবিক রয়েছে। গতকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সিলেটের তিনটি স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে তিনটি স্টেশনেই দেখা দিয়েছে ব্যবসায়িক অচলাবস্থা। বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিজেপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেওয়ার পর সেখানে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমেছে। হিলি স্থলবন্দর দিয়ে আলু ছাড়া অন্যান্য পণ্য আমদানি হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : ভারতীয়দের বাধায় সিলেট বিভাগের তিন শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। অপরদিকে, বাংলাদেশের ব্যবসায়ীদের আপত্তিতে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ রয়েছে। ফলে স্থবির হয়ে আছে এসব বন্দর ও শুল্কস্টেশন।
ভারতের আসাম রাজ্যের শ্রীভূমিতে (করিমগঞ্জ) ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামের একটি সংগঠনের বিক্ষোভের মুখে গত রবিবার সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ও সোমবার জকিগঞ্জ শুল্কস্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।বিস্তারিত