ছাত্র-জনতার অভ্যুত্থানে সফলভাবে নেতৃত্বদানের পর এবার রাজনীতির মাঠেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তরুণরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি কৌশলে মাঠ সাজানো শুরু করেছে তরুণদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ফেব্রুয়ারিতে ভিন্ন কোনো নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন তাঁরা। দলের পক্ষ থেকে আগামী সংসদে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিতে ৩০০ সংসদীয় আসনেই দেওয়া হবে প্রার্থী।
প্ল্যাটফরম দুটির ব্যানারে এখন বিভিন্ন জাতীয় ইস্যুতে কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগ ও প্রচার কার্যক্রমের পাশাপাশি এগিয়ে নেওয়া হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ। জেলা, উপজেলা ও থানায় গঠন করা হচ্ছে প্রতিনিধি কমিটি। চলছে রাজনৈতিক দলের জন্য গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনি ইশতেহার তৈরির কাজ।
নির্বাচনি রাজনীতির মাঠ নিয়ে তরুণদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে গতকাল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহমুখপাত্র মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনে জেতা-হারার চেয়েও রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হলো কি না, সেটাই হবে আমাদের সাফল্যের নির্ণায়ক। সিস্টেম বদলাতে তরুণরা এ রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন। বিস্তারিত