1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
Dhaka urges Delhi to close banned Awami League offices on Indian soil মহাখালীতে সাততলা বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অসংক্রামক রোগ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার NCD joint declaration a new milestone for health protection: CA আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় ৭১ জন নিহত বন্দরের কনটেইনার জট কমাতে এনবিআরের নির্দেশ সকালের যেসব অভ্যাসে সুস্থ থাকতে পারে হৃদযন্ত্র প্রথম পর্ব দেশের টাকা লুট করে বিদেশে শীর্ষ ধনী আজিজ খান-ফারুক খান ভাইবেরাদারের অর্থ পাচার জুলাই সনদ বাস্তবায়নের পথ পাচ্ছে না কমিশন ♦ দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের ফল শূন্য ♦ বিশেষজ্ঞদের চার বিকল্প পথ নিয়েও বিতর্ক সড়ক যেন মারণফাঁদ ♦ ছয় মাসে সড়কে ঝরেছে প্রায় ৩ হাজার প্রাণ ♦ অতি গতি ডেকে আনছে বিপদ ♦ দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পাঁচ পদক্ষেপ

মোহাম্মদপুরে এক ঘণ্টায় ২ খুন আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এ হত্যাকাণ্ড দুটি ঘটে। এর মধ্যে একজনকে গুলি করে, অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জেরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

‎জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম (২৯) নামের এক গাড়িচালককে। আর রাত ৯টার পর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডে আল-আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

‎‎নবোদয় হাউজিং এলাকার বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে করে মুখোশ পরিহিত তিনজন আসেন। তারা ইব্রাহিমকে দেখে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় এ প্রাইভেটকার চালকের। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন- সজীব (৩২) ও রুবেল (৩৫)।

এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে যুবককে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন তিনি। এর জেরে বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আদাবরে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com