1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

মোহাম্মদপুরে এক ঘণ্টায় ২ খুন আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এ হত্যাকাণ্ড দুটি ঘটে। এর মধ্যে একজনকে গুলি করে, অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জেরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

‎জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম (২৯) নামের এক গাড়িচালককে। আর রাত ৯টার পর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডে আল-আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

‎‎নবোদয় হাউজিং এলাকার বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে করে মুখোশ পরিহিত তিনজন আসেন। তারা ইব্রাহিমকে দেখে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় এ প্রাইভেটকার চালকের। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন- সজীব (৩২) ও রুবেল (৩৫)।

এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে যুবককে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন তিনি। এর জেরে বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আদাবরে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com