1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক জিয়া কি দূরদর্শিতার পরিচয় দেবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হবে: সংশয় দূর: প্রেসসচিব শফিকুল আলম তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন: জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক সংবর্ধনা পাবনা ও ফরিদপুরের সংসদীয় আসনে নতুন সীমানা চূড়ান্ত! নতুন গেজেটে সব বিস্তারিত জানা গেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী নিয়োগ পরীক্ষা স্থগিত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন লঞ্চ দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা ঘোষণা রাজশাহী ওয়ারিয়র্সের ঝড়ো সূচনা: নাজমুল শান্তের অপরাজিত সেঞ্চুরি তারেক রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রকাশ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ তারেক রহমানের ভোটার হওয়ার কোনো আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার

আলোচনায় শেখ হাসিনার রবি নাম্বার, যেখানেই পাবে, গুলি করবে, বিবিসি আই কি সত্য জানাল!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

পতিত শেখ হাসিনা চব্বিশের ছাত্র আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের নির্দেশ নিজেই দিয়েছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে খুনি হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি নতুন অডিওতে এই প্রমাণ পাওয়া গেছে।

গত সপ্তাহে হাসিনার গুলির নির্দেশ দেওয়ার প্রমাণসহ বিবিসি ওয়ার্ল্ড‌ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আরেকটি বড় বিস্ফোরক প্রমাণ সামনে আসল।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থান দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোর নির্দেশ যে শেখ হাসিনাই দিয়েছিলেন, ফাঁস হওয়া একটি অডিও টেপ যাচাই করে তার সত্যতা পেয়েছে বিবিসি আই। ওই অডিওতে হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, ‘যেখানেই পাবে, গুলি করবে।’

হাসিনার সাথে ফ্যাসিস্ট তাপসের কথোপকথনের ১ মিনিট ১৯ সেকেন্ডের অডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে অডিওটি শেয়ার করেছেন। নিচে তাদের কথপোপকথনের অডিওটি হুবহু উল্লেখ করা হলো-

হাসিনা: আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে। ঠিক আছে, এখন তোমরা অন্য ইয়ে খুঁজতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি। আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়।

শেখ ফজলে নূর তাপস: তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?
হাসিনা: সবগুলিকে এরেস্ট করতে বলেছি রাত্রে।
তাপস: হ্যাঁ, পাকড়াও, পাকড়াও করলে ওদের ঠিক হবে।
হাসিনা: না ওটা বলা হয়ে গিয়েছে, ওটা নিয়ে র‌্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে, যে যেখান থেকে যে কয়টা পারো, ধরে ফেলো। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে (ফায়ারিং ) করাচ্ছি, অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।
তাপস: জি, জি।
হাসিনা: শুরু হয়ে গেছে।
তাপস: জি, মোহাম্মদপুরে, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে ওরা একটা।
হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?
তাপস: হ্যাঁ।
হাসিনা: তো ওখানে পাঠায় দিক; র‌্যাব’রে।
তাপস: জি, আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো।
হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লেথাল উয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে।
তাপস: জি, জি।
হাসিনা: ওদের বলা আছে, আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম। ঐ যে স্টুডেন্টরা ছিল, ওদের সেফটির কথা চিন্তা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com