1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর নিয়ন্ত্রণে আসছে না চাল, কেজিতে বেড়েছে ১০ টাকা নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো বেড়েছে ছিনতাই-চুরি-ডাকাতি নিয়মিত র‍্যাব-পুলিশের টহল থাকছে না অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি রাতের ঢাকায় চলাচলে যাচ্ছে জীবন রাজস্ব ঘাটতি কমাতে ১২ হাজার কোটি টাকা বাড়তি আদায় টাকার খোঁজে সরকার শুল্ক–কর বাড়ায় পকেট থেকে যাবে ১২ হাজার কোটি টাকা আতঙ্ক হতাশায় পুলিশ ► নানামুখী টানাপোড়েন ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা ► যেখানে অপরাধ সেখানে উপস্থিতি জানান দিতে হবে, আস্থার জায়গা তৈরি করতে হবে : বিশেষজ্ঞ Fire breaks out at Tejgaon truck stand

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

দেশের কয়েকটি স্থানে তিন দিন ধরে মাঝারি থেকে মৃদু ধরনের যে শৈত্যপ্রবাহ ছিল, তা কমে এসেছে।আগামীকাল সোমবার তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। তবে তাপমাত্রা আবার আগামী মঙ্গল বা বুধবার থেকে কমতে পারে। সে সময়ও তাপমাত্রা খুব বেশি কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার সকালে দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরবির্তিত থাকতে পারে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও কুয়াশার অবস্থা আগের দিনের অনুরূপ থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার (১৫ জানুয়ারি) বৃষ্টিপাত, কুয়াশা ও তাপমাত্রা আগের দিনের অনুরূপ থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও যশোরে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে। সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা কেন বাড়ল- প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘এ মাসে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ হয়নি। মাত্র এক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। যাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। পরদিনই অবশ্য তাপমাত্রা বেড়ে যায়। এবার এখন পর্যন্ত তাপমাত্রা খুব কম না হওয়া বা শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত না হওয়ার পেছনে রয়েছে আরব সাগরে ক্রিয়াশীল লঘুচাপ।’

তিনি বলেন, ‘উত্তরের ঠাণ্ডা হাওয়া ভারতের বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু আরব সাগরে এ মাসে লঘুচাপের বর্ধিতাংশ (ট্রাফ) সক্রিয়। আর এ কারণে ঠাণ্ডা বাতাসের প্রবাহ কমে গেছে। ঠাণ্ডা হাওয়া তাই সেখানে বাধাগ্রস্ত হয়েছে। তাই এখন পর্যন্ত শীত জেঁকে বসতে পারেনি।’

আগামী মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে। তবে তখনো তাপমাত্রা খুব বেশি কমবে না। ওই সময় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেও জানান এই আবহাওয়াবিদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com