1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থাইল্যান্ডের বিমান হামলায় সীমান্ত উত্তেজনা তীব্র, যুদ্ধবিরতি হুমকির মুখে নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কওমি সনদধারীদের নতুন যোগ্যতা অন্তর্ভুক্ত বিএনপি নেতাদের বক্তব্যে ধর্মীয় বিভাজন প্রসঙ্গ ও রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা ডিইউজে নেতৃত্বকে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান গাজা ভূখণ্ডের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে ব্লেয়ার–নেতানিয়াহুর গোপন বৈঠক বিদ্যুৎ উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কেরানীগঞ্জের বিস্তৃত এলাকায় দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণহানি বৃদ্ধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে ভোজ্যতেলের নতুন মূল্য সমন্বয় আজ থেকে কার্যকর বিএনপির সমাপনী কর্মসূচিতে তারেক রহমানের বক্তব্যে দুর্নীতি দমন ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর

অননুমোদিতভাবে কক্সবাজারে প্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন ত্রাণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৩১ বার দেখা হয়েছে

যে সব রোহিঙ্গা অননুমোদিতভাবে কক্সবাজারে প্রবেশ করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। প্রত্যেক শরণার্থীর জন্য পরিচয় পত্রের নির্দেশ দেন তিনি।

তিনি আজ কক্সবাজারের কুতুবপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন কালে এ নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, শরণার্থী ক্যাম্পের কমিশনার আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, শরণার্থী ক্যাম্পের কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শরণার্থী ক্যাম্পের নারী ও শিশুদের যে কোন অনৈতিক কাজে ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জন্ম নিয়ন্ত্রন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পের ভিতরে মাদকের অনুপ্রবেশ রোধ করতে হবে।

মন্ত্রী এ সময় বিভিন্ন এনজিওর কাজকর্মের খোঁজখবর নেন। ক্যাম্পে বার্মিজ ভাষায় শিক্ষাদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাদের শিক্ষা-দীক্ষা, মূল্যবোধ তাদের মতো করে রক্ষা করার জন্য তিনি সহযোগী সংস্থার প্রতিনিধিদের অনুরোধ করেন। রোহিঙ্গাদের কুটির শিল্পে প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, রোহিঙ্গারা পর্যটন ও সৈকত নগরী কক্সবাজারের পরিবেশ বিপন্ন করছে। এটা পর্যটন শিল্পের ওপর প্রভাব ফেলছে। এখানকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ ও আনসারদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এ পর্যায়ে তিনি বলেন, কক্সবাজারের পরিবেশ অক্ষুণœ রাখতে অচিরেই রোহিঙ্গাদের নিরাপদ আস্তানা হিসেবে নোয়াখালীর ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, কক্সবাজারের কুতুবপালং শরণার্থী ক্যাম্পে ৭টি সেডে ১৩ হাজার ৯ শত এক জন শরণার্থী রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com