1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্লট দুর্নীতি শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বায়ুদূষণের তালিকায় ঢাকা পাঁচ নম্বরে শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা বিদায় ১৪৩১ : আজ চৈত্রসংক্রান্তি পিছু হটলেন ট্রাম্প, স্মার্টফোন-কম্পিউটারে শুল্ক অব্যাহতি ট্রাম্পের শুল্ক বিরতি ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ জুলাই-ডিসেম্বর বিদেশি ঋণ কমে ১০৩ বিলিয়ন ডলার ♦ সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০ হাজার ৪৩৭ কোটি ডলার ♦ তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে ৭৪ কোটি ডলার ♦ অফশোর ব্যাংকিং ব্যবসায় মন্দাভাবের প্রভাব পড়েছে বিদেশি ঋণে ♦ বেসরকারি খাতের ঋণের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ৪৯ কোটি ৬০ লাখ ডলার

করোনায় গরম পানির ভাপ নিলে কি সুস্থ থাকা যায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০৮ বার দেখা হয়েছে

করোনায় সংক্রমিত হলে কেউ বলছেন গরম পানিতে ভাপ নিতে। কেউ বা লবণ পানি দিয়ে কুলিকুচি করতে বলছেন। বিশেষজ্ঞদের মতে, কুলিকুচি করলেই যে করোনা সেরে যাবে এখনও পর্যন্ত এমন প্রমাণ পাওয়া যায়নি।

তবে চিকিৎসকেদের মতে, গলা দিয়ে অনেক ক্ষেত্রে শরীরে ঢোকে ভাইরাস। রক্তে তা মিশে যাওয়ার আগে গরম পানির ভাপ তা খানিকটা গলাতে সাহায্য করতে পারে।

চিকিৎসকরা বলছেন, করোনায় সংক্রমিত মানুষের শরীর দুর্বল থাকে। এ সময়ে শুধু করোনাভাইরাস নয়, অন্যান্য ব্যাকটেরিয়া-ভাইরাসও অনেক সময়ে সুযোগ বুঝে শরীরে ঢোকার চেষ্টা করে। গরম পানিতে ভাপ নিলে এবং কুলিকুচি করলে সেসব থেকে খানিকটা মুক্তি মেলে। ফলে করোনায় অনেকটাই কাজ দেয় গরম পানির ভাপ আর কুলিকুচি।

তবে সব সময়ে যে এই পদ্ধতি কাজ করবে, এমনও নয়। কোনো কোনো চিকিৎসকের মতে, সকাল আর বিকেলে হয়তো কুচিকুচি করলেন। সকালে কুলিকুচি করার পরেই যদি জীবাণু ঢোকে, তা বিকেল পর্যন্ত গলায় অপেক্ষা না-ও করতে পারে। তার আগেই হয়তো শরীরে মিশে যায় ভাইরাস। সে ক্ষেত্রে রোজ ভাপ নিয়ে আর কুলিকুচি করেও হয়তো আর আটকানো যাবে না সংক্রমণ।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাইরাসমুক্ত হওয়ার আশায় গরম পানির ভাপ নিতে বা কুলিকুচি করতে বলা হচ্ছে না। তাদের ভাষায়, ভাইরাসের সংক্রমণের কারণে গলায় যদি প্রদাহ সৃষ্টি হয়, তবে তা অনেক কমে যায় গরম পানির ভাপে। এছাড়া বারবার কুলিকুচি করলে আর ভাপ নিলে রোগী আরাম পাবে।

কুলিকুচি করে বা ভাপ নিয়ে শরীর ভাইরাসমুক্ত হয়ে যাওয়ার প্রমাণ না থাকলেও, তা করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। কারণ, এই পদ্ধতি রোগীকে ভালো থাকতে সাহায্য করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com