1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

একদিনে আদানি হারিয়েছেন ৬২০ কোটি ডলার, নেমেছেন ২৬তম অবস্থানে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার দেখা হয়েছে

ভারতের শেয়ারবাজারে আজ বুধবার বড় ধরনের দরপতনের মধ্যে আবারও বিপুল ক্ষতির মুখে পড়েছেন আলোচিত ধনকুবের গৌতম আদানি। তাঁর তালিকাভুক্ত সব কটি কোম্পানির দরপতন ঘটেছে। আর শেয়ারের দর কমায় এক দিনেই আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি মার্কিন ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আর শেয়ারের এই দরপতনে গৌতম আদানিও ধনীদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় আজ তাঁর অবস্থান হয়েছে ২৬তম। খবর ইকোনমিক টাইমস ও ফোর্বসের

যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে গতকাল মঙ্গলবার মার্কিন শেয়ারবাজারে সূচকের পতন হয়। এর প্রভাবে আজ ভারতের শেয়ারবাজারেও ধস নামে। শেয়ারবাজারের প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্স—উভয়ই বিপুল হারে পয়েন্ট হারিয়েছে।

 

 

খবরে বলা হয়েছে, আজ আদানি গোষ্ঠীর ১০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সব কটির দরপতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ১১ শতাংশ, আর আদানি পাওয়ার লিমিটেডের ৫ শতাংশ। এই দুই কোম্পানির পাশাপাশি আদানির অন্যান্য কোম্পানির দরপতনের কারণে এক দিনেই আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে ৫১ হাজার ২৯৪ কোটি রুপি। ফলে গৌতম আদানির সম্পদমূল্যও কমেছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, বড় দরপতনের কারণে গৌতম আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। সম্পদমূল্য কমায় আজ বিকেলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আদানির অবস্থান গতকালের তুলনায় এক ধাপ নেমে যায়।

গত রোববার ফোর্বসের তালিকায় আদানির অবস্থান ছিল ২৪তম। আর মঙ্গলবার ছিল ২৫তম। অথচ ২৪ জানুয়ারি হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল তৃতীয়।

গত এক মাসেরও কম সময়ে আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে প্রায় ১১ দশমিক ৬২ লাখ কোটি রুপি। এ সময়ে আদানি গোষ্ঠীর স্টকের দর ৬০ শতাংশের বেশি কমেছে। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুসারে, আদানির ৪ হাজার ৩৪০ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com