দোকানে পাশাপাশি দুই জায়গায় পেঁয়াজ রাখা। একটু বড় আকারের দেশি পেঁয়াজের কেজি ৮০ টাকা। আর আকারে একটু ছোট হলে দাম ৭০ টাকা। গত মাসের শেষের দিকে হঠাৎ করেই দেশি পেঁয়াজের কেজি ৪০-৫০ টাকা থেকে এক লাফে ৮০ থেকে ৯০ টাকায় উঠে যায়। খুচরা ব্যবসায়ীরা বলছিলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দিলে দাম কমে আসবে। কিন্তু এখন পেঁয়াজ আমদানির পরও দাম কি আগের জায়গায় এসেছে? এই প্রশ্ন ভোক্তাদের। বলাবলি হচ্ছিল আমদানির পর গুপ্তস্থানসমূহে পেঁয়াজ মজুতকারীরা বিপদে পড়বে। কিন্তু তারা আদৌ বিচলিত হয়েছে কি না, সেই প্রশ্ন জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন কয়েক দিন আগে চিনির দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের আগে চিনির দাম না বাড়লেও ঈদের পর বাড়ানো হবে। কোরবানির ঈদকে উপলক্ষ করে সব ধরনের মসলার দাম বাড়তি। সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষের। কাটছাঁট করেও তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে।বিস্তারিত