দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি। ঘরে-বাইরে নিজেদের শক্তি দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আজ সেই শক্তির মহড়া দেবে আওয়ামী লীগ ও বিএনপি। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীনরা। সেখানে লক্ষাধিক লোকের উপস্থিতি নিশ্চিত করতে নানা প্রস্তুতি নিয়েছে দলটি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্র্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মাঠের বিরোধী দল বিএনপি আজ থেকে শুরু করছে আন্দোলনের চূড়ান্ত ধাপ। নয়াপল্টনে বড় জমায়েত করে সরকার পতনের এক দফা ঘোষণা করবে দলটি।
আ.লীগের শান্তি সমাবেশ আজ: লক্ষাধিক লোক নিয়ে শোডাউনের প্রস্তুতি
শান্তি সমাবেশের মধ্য দিয়ে আজ বড় ধরনের শোডাউন দিতে চায় আওয়ামী লীগ। বিএনপির সমাবেশের দিন রাজধানীতে লক্ষাধিক লোক সমাবেশের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীনরা। ইতোমধ্যে পৃথক যৌথসভা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। প্রতিটি থানা ওয়ার্ডে দেওয়া হয়েছে দিকনির্দেশনা।
এছাড়া শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নানা পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের সগযোগী সংগঠনগুলোও। পৃথকভাবে বর্ধিত সভা করে তারাও তাদের প্রতিটি থানা-ওয়ার্ডে দিয়েছে নির্দেশনা। পাশাপাশি আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন ঢাকা জেলার সাত থানা ও তার অন্তর্গত ওয়ার্ডের নেতাকর্মীরাও। সংশ্লিষ্ট নেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচির দিনে যেভাবে সমাবেশ করা হতো আজ তার চেয়ে আরও ব্যাপকভাবে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।বিস্তারিত