1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সচিবালয়ে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন প্রযুক্তির নতুন দিগন্ত নতুন বছরে আলোচনায় থাকবে যেসব উদ্ভাবন উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য? এক্সক্লুসিভ কাটা-ছেঁড়া ছাড়ছে না ড্যাপকে সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ৪৩ বিলিয়নের চাপে দেশ ♦ আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি ♦ অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে ২.৬ বিলিয়ন, বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘাড়ে Khulna-Dhaka train services via Padma Bridge begin officially

৬০০ কর্মী ছাঁটাই করছে কানাডার সরকারি সংবাদমাধ্যম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪১ বার দেখা হয়েছে

অর্থনৈতিক সংকটের কারণে মোট জনশক্তির ১০ শতাংশ বা ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। মূলত টিভি বিজ্ঞাপন থেকে আয় হ্রাস ও ডিজিটাল সংবাদমাধ্যমে প্রতিযোগিতার জেরে এই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে সংবাদমাধ্যমটি। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমটি। খবর এএফপির।

সিবিসি বলেছে, প্রথম দফার কর্মী ছাঁটাই শিগগিরই শুরু হবে। তবে অধিকাংশকে আগামী ১২ মাসের মধ্যে ছাঁটাই করা হবে।

সংবাদমাধ্যমটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথরিন টেইট এক বিবৃতিতে বলেছেন, কানাডার মিডিয়া জগৎ যে চ্যালেঞ্জের মুখে পড়ছে তা থেকে সিবিসি বা রেডিও-কানাডা মুক্ত নয়। আমরা অনেক বছর ধরে আমাদের ব্যবসায় গুরুতর কাঠামোগত পতন সফলভাবে মোকাবিলা করেছি। কিন্তু এখন আমাদের কর্মী ছাঁটাই করা ছাড়া আর কোনো উপায় নেই।

সিবিসির ইংরেজি বিভাগ থেকে মোট ২৫০ এবং ফরাসি ভাষায় সম্প্রচারিত রেডিও কানাডা থেকে ২৫০ জন কর্মী ছাঁটাই করা হবে। আর কারিগরি ও অন্যান্য সম্পূরক বিভাগ থেকে আরও ১০০ জনকে ছাঁটাই করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানে বর্তমানে যে ২০০টি শূন্যপদ রয়েছে সেগুলোও পূরণ করা হবে না।

বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, আগামী অর্থবছরে ইংরেজি ও ফরাসি বিভাগের অনুষ্ঠানের জন্যও বাজেট কমিয়ে দেওয়া হবে। এসব পদক্ষেপের ফলে ৯২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘাটতি পূরণ করা যাবে বলে দাবি করা হয়েছে।

তবে রেডিও কানাডার শ্রমিক ইউনিয়ন কানাডার সরকারি সংবাদমাধ্যমের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি। তারা বলেছে, সিবিসি ও মানুষের তথ্য প্রাপ্তির অধিকারের ক্ষেত্রে দিনটি একটি ‘কালো দিন’ হয়ে থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com