1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরাকের বাগদাদে ইউরোপীয় বিমান পুনরায় অবতরণ শুরু তুরস্ক কৃষ্ণসাগর থেকে আসা অচল ড্রোন ভূপাতিত করেছে গাজার ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার মহান বিজয় দিবস স্বাধীনতার স্মৃতি ও কৃতজ্ঞতার প্রতিফলন : অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নতুন ধারার রাজনীতির ঘোষণা দিল জামায়াতে ইসলামী, চার স্তম্ভে রাষ্ট্র গঠনের কথা আমিরের বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক বিএনপির মহাসচিবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও শপথ বিশ্ব রেকর্ড গড়ল ৫৪ প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে

ভারতের লোকসভা থেকে ৭৯ এমপি বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিজেপি প্রধান অমিত শহের কাছ থেকে বিবৃতি দাবি করায় বিরোধী দলের ৭৯ এমপিকে সাময়িক বরখাস্ত করেছেন স্পিকার ওম বিরলা। এর আগে গত সপ্তাহে এমন দাবি করে বরখাস্ত হয়েছিলেন ১৩ জন সংসদ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন সেখানে ঢুকে পড়েন দুই যুবক। এরপর সেখানে রঙিন ধোঁয়া ছেড়ে দেন। সংসদ ভবনের বাইরেও দুজন ধোঁয়া ছেড়ে একাত্মতা প্রকাশ করেন। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে মূল পরিকল্পনাকারীকেও।

এরপর থেকেই সংসদে নিরাপত্তার প্রশ্ন বারবার তুলছে বিরোধী দলের সংসদ সদস্যরা।

বরখাস্ত সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন।

এই নিয়ে বরখাস্ত হওয়া মোট এমপির সংখ্যা দাঁড়াল ৯২ জনে। বরখাস্ত হওয়ার পর সাংবাদিকদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারের চূড়ান্ত আচরণ করছে। তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাই সংসদকে পার্টি অফিসের মতো ব্যবহার করছে। এটা হতে পারে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com