দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। চূড়ান্ত বিচারে ‘কার জিত হবে’- এ নিয়ে রয়েছে নানা জল্পনাকল্পনা। তবে কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারণ হবে আগামীকাল ভোট গ্রহণে। অবশ্য ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। আজ থাকছে তার বিস্তারিত…
৫ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আমেরিকানরা সেদিন তাদের রাষ্ট্রের পরবর্তী অভিভাবক বেছে নেবেন। আর এবারের নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক কমলা হ্যারিস। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসার হাতছানি, অন্যদিকে কমলা হ্যারিসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়ার স্বপ্ন। কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট? এ নিয়ে ট্রাম্প-কমলার নিজেদের মধ্যকার নির্বাচনি লড়াইয়ে যথেষ্ট কাদাছোড়া হলেও শেষ হাসিটা হাসছেন কে? আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট হিসেবে আদতে কাকে বেছে নেবেন? সেদিকে নজর এখন বিশ্ববাসীর।
৫ তারিখের ভোট গ্রহণ :
বেশির ভাগ ভোটার ৫ নভেম্বর ভোট কেন্দ্রে গিয়েই ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এরপরে ব্যালট গণনা করা হবে। তবে পোস্টাল ভোটিং সিস্টেম ব্যবহার করে বা আগাম ভোটিংয়ের দিনগুলোতে অনেকে আগেই ভোট দিয়ে ফেলেছেন। শেষ খবর বলছে, এরই মধ্যে প্রায় ৭ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা।বিস্তারিত