বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যিনিই নির্বাচিত হোন তা হবে ঐতিহাসিক। সে দেশের ৪৭তম প্রেসিডেন্ট কমলা হ্যারিস হলে তিনিই হবেন প্রথম কোনো নারী মার্কিন প্রেসিডেন্ট। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হলে তিনিই হবেন ফৌজদারি অপরাধে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট।
বিশ্ব মোড়লের দেশে এ দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। ফলে ট্রাম্প ও কমলা দুজনেরই জয়ের সম্ভাবনা সামনে নিয়ে হিসাবনিকাশে ব্যস্ত পুরো বিশ্ব। বৈশ্বিক রাজনীতি ও কূটনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রধান দুই দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প লড়ছেন। গতকাল বাংলাদেশ সময় বিকালে শুরু হওয়া ভোট গ্রহণ আজ ভোরে শেষ হবে। লড়াইয়ে থাকা ৬০ বছর বয়সি কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ৭৮ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট। এর মধ্যে কমলা নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।বিস্তারিত