1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

ভারতে আগুনের গুজবে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আরেক ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

ভারতে চলন্ত ট্রেনে আগুন লেগেছে শুনে এর যাত্রীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কেউ একজন চেইন টেনে ট্রেন থামান। তখন কয়েকজন যাত্রী বাঁচার তাগিদে ট্রেন থেকে বাইরে ঝাঁপ দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এ সময় তাঁরা পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রেনের ধাক্কা খান। এতে তাঁদের মধ্যে অন্তত ১১ জনের মৃত্যু হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্র রাজ্যের উত্তরাঞ্চলে জলগাঁও জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। মুম্বাই থেকে দুর্ঘটনাস্থলটির দূরত্ব ৪০০ কিলোমিটারের বেশি।

 

জেলা কালেক্টরের বরাতে রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন একটি সংবাদ চ্যানেলকে বলেছেন, ১২ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। ট্রেনটি ছিল লক্ষ্ণৌ-মুম্বাই রুটে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেস।

 

কেন্দ্রীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাচোরার কাছে মাহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

কেন্দ্রীয় রেলওয়ের প্রধান মুখপাত্র স্বপ্নীল নীলা বলেছেন, আগুন ধরার গুজবে বিকেল পাঁচটার দিকে ট্রেনে কোনো এক যাত্রী চেইন টান দিলে ট্রেনটি সেখানে থামে। তখন কিছু যাত্রী পুষ্পক এক্সপ্রেস থেকে লাফ দেন। তখন পাশের রেললাইন দিয়ে বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে তাঁরা ধাক্কা খান।

 

রেল বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, পুষ্পক এক্সপ্রেসের একটি কোচের ভেতরে স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। এতে কিছু যাত্রী ভয় পেয়ে যান। তাঁরা চেইন টান দেন এবং তাঁদের কয়েকজন লাফ দেন। একই সময়ে কর্ণাটক এক্সপ্রেস পাশ দিয়ে যাচ্ছিল।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com