1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত, এবার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯৬ বার দেখা হয়েছে

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকে বরখাস্ত করেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি এই দুই মন্ত্রীকে বরখাস্ত করেন।

এর একদিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেন।
প্রেসিডেন্ট সাঈদের এই সমস্ত পদক্ষেপকে তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন্নাহদা ‘ক্যু’ বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট সাঈদ বলছেন, তার এই সিদ্ধান্ত তিউনিশিয়া ও তার জনগণকে রক্ষা করবে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিশিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাঈদ এই সব পদক্ষেপ নিলেন।

তিনি বলেন, দেশের চলমান সঙ্কট তিনি নিজের পছন্দের লোকজন নিয়োগ দিয়ে সমাধান করবেন। সূত্র: পার্সটুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com