নিজস্ব প্রতিবেদক
আত্মপ্রকাশ ঘটলো সাতদলীয় জোটের গণতন্ত্র মঞ্চের। আজ সোমবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারবিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে মঞ্চের আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।