1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইরানি বিপ্লবী গার্ডের কড়া হুঁশিয়ারি, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ও সরকারের প্রস্তুতির দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, ২৬৮ আসনে প্রার্থী মাঠে গণভোট ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য জামায়াত আমির ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠকে শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা সামরিক আইন জারির চেষ্টা ও বিচারিক প্রক্রিয়ায় বাধা: সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের পাঁচ বছরের কারাদণ্ড কুমিল্লা দক্ষিণ জেলার ছয় আসনের নির্বাচনি সমন্বয়ক হলেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইরানের রাজনৈতিক অস্থিরতায় রাশিয়ার প্রকাশ্য নীরবতা, আড়ালে কূটনৈতিক সমর্থনের ইঙ্গিত তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভের গুরুত্বপূর্ণ টেলিবৈঠক

পণ্য সরবরাহ স্বাভাবিক ও মজুতদারি বন্ধে হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন থেকে যে কোনো ব্যবস্থা নেওয়া হলে সে ব্যাপারে সরকারের সমর্থন থাকবে। বাজার তদারকি নিয়মিত চালিয়ে যেতে হবে। অতি মুনাফালোভী সিন্ডিকেটের কাছে নত হওয়া যাবে না। গতকাল রোববার শুরু হওয়া ডিসি সম্মেলনে এসব বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ডিসিরাও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে আশ্বস্ত করেছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধি সংশোধন করে মোবাইল কোর্টের আওতা বাড়ানো এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে ডিসিদের ক্ষমতা বাড়ানোর দাবি তাদের বক্তব্যে উঠে এসেছে।

গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই প্রথম ডিসি সম্মেলন। মাঠ পর্যায়ের প্রশাসনে গতিশীলতা আনার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে ২৫টি কার্য অধিবেশনসহ মোট ৩০টি অধিবেশন হবে। এবারের সম্মেলনে ডিসিদের দেওয়া ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বিভাগীয় কমিশনারদের পক্ষে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এবং জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রামের আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও গাইবান্ধার কাজী নাহিদ রসুল।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিব আলোচনায় যোগ দেবেন এবং ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উদ্ভাবন, সেবা এবং সার্বিক উন্নয়নের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com