1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইরানি বিপ্লবী গার্ডের কড়া হুঁশিয়ারি, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ও সরকারের প্রস্তুতির দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের, ২৬৮ আসনে প্রার্থী মাঠে গণভোট ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য জামায়াত আমির ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠকে শুল্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা সামরিক আইন জারির চেষ্টা ও বিচারিক প্রক্রিয়ায় বাধা: সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের পাঁচ বছরের কারাদণ্ড কুমিল্লা দক্ষিণ জেলার ছয় আসনের নির্বাচনি সমন্বয়ক হলেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইরানের রাজনৈতিক অস্থিরতায় রাশিয়ার প্রকাশ্য নীরবতা, আড়ালে কূটনৈতিক সমর্থনের ইঙ্গিত তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভের গুরুত্বপূর্ণ টেলিবৈঠক

রমজানে নতুন সময়-সূচিতে চলবে অফিস আদালত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের কার্যক্রমের জন্য রমজান উপলক্ষে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে ৩টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এদিকে, হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে আদালতের কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে, অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, রমজানে আদালতের কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে, অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com