খান ও খান চৌধুরীর একটি ঐতিহ্যবাহী পারিবারিক সংগঠন আবহমান, যার উৎসভুমি সাতক্ষীরা।

এই সংগঠনের ১৫০তম মিলনমেলা ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, ধানমণ্ডি ১০-এর গ্র্যান্ড লাউঞ্জে বুফে আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো।

বিগত ৩৩ বছর ধরে এই সংগঠনের পথচলা, যা কোনো পারিবারিক সংগঠনের জন্য একটি বিরল ঘটনা। ইকরামুল কবির খানের সঞ্চালনায় মিলনমেলাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুনমুন খান-এর সুদৃঢ় পরিচালনায় এবং সভাপতি জামাল আহমেদ খান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে একটি ফুটফুটে শিশু নৃত্য পরিবেশন করে।

এছাড়া রেডিও ব্যক্তিত্ব ও বিশিষ্ট আবৃত্তিকার এবং গায়ক আব্দুস সবুর খান চৌধুরী গান পরিবেশন করে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন। ফরহাদ খান চৌধুরী একটি সুন্দর স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে দেশের মিডিয়ার নির্বাহী সম্পাদক নূরুল মোমেন খান চৌধুরী অন্যতম। লটারির মাধ্যমে উপহার পেয়ে সবাই বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেন।