ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নিলুফার আনজুম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী। কিন্তু এই আসনে তাঁকে চ্যালেঞ্জ জানাতে মাঠে আছেন আওয়ামী লীগের আরও ছয়জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁরা ভোট করলেও প্রত্যেকেই দলের পদধারী। স্থানীয় নেতা-কর্মীরা নানা ভাগে বিভক্ত হয়ে মাঠে নেমেছেন।
এ আসনে জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, তরীকত ফেডারেশন, এনপিপি এবং দলনিরপেক্ষ স্বতন্ত্র আরও প্রার্থী আছেন। তবে স্থানীয় লোকজনের ধারণা, এখানে আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিপক্ষ হবেন আওয়ামী লীগেরই নেতারা।
ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান, উপদেষ্টা নাজনীন আলম, সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, সাবেক উপদেষ্টা মতিউর রহমান এবং গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
আমাদের নেত্রী স্বতন্ত্র হিসেবে প্রতিযোগিতা করার একটা সুযোগ দিয়েছেন। তবে নৌকার সঙ্গে মল্লযুদ্ধ করবেন, সেটা হবে না।
ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
শুধু গৌরীপুর নয়, ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীরা চ্যালেঞ্জ জানাচ্ছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, দল শিথিলতা দেখিয়েছে বলে অনেকে স্বতন্ত্র হয়েছেন। তবে শেষ বিচারে নৌকার পক্ষেই থাকতে হবে। প্রচার শুরু হলে দলের অন্য পদধারীরা স্বতন্ত্রের পক্ষে থাকবেন না।
গত ২৭ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিনই দলীয় প্রধান শেখ হাসিনা জানিয়ে দেন, দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এই সিদ্ধান্ত বলে দলীয়সূত্র জানিয়েছে। এর ফলে ২২৯টি আসনেই মনোনয়ন না পাওয়া নেতারা স্বতন্ত্র প্রার্থী হন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কেউ কেউ বাদ পড়েছেন। আবার আপিলে ফিরেও পাচ্ছেন।বিস্তারিত