1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাদুরোকে আটক অভিযানের আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগ ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে ছোট যাত্রীবিমান নিখোঁজ, ব্যাপক অনুসন্ধান অভিযান ইরানে চলমান বিক্ষোভে সহিংসতা, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে খামেনির অভিযোগ গণভোটে ‘হ্যাঁ’ প্রদানে আগ্রহ দেখানোর আহ্বান উপদেষ্টার ইইউ নির্বাচনী পর্যবেক্ষকরা মাঠে নামলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর সূচিত লালমনিরহাটের ইউএনও ‘আপু’ সম্বোধনে ক্ষিপ্ত হওয়ার ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাসহ আশপাশ এলাকায় আংশিক মেঘলা আকাশ, শীত অপরিবর্তিত থাকবে নতুন সরকারি বেতনকাঠামো চূড়ান্ত, আংশিক বাস্তবায়ন হতে পারে জানুয়ারিতে আগামী ১২ তারিখের নির্বাচনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের

আজ থেকে রাত পর্যন্ত চলবে উত্তরা-মতিঝিল মেট্রো রেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল।

উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে স্টেশন থেকে একক যাত্রার টিকিট কেটে যারা যাতায়াত করবেন তারা সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। এর বাইরে অতিরিক্ত সময়ে চলতে হলে থাকতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই ঘোষণা দেন।

মেট্রো রেলের সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো রেল দুটি সব স্টেশনেই থামবে এবং এগুলোতে শুধু র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। পরে সকাল সাড়ে ৭টা থেকে একক টিকিট ক্রয় করে রাত ৮টা পর্যন্ত মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

রাত ৮টার পর আর একক টিকিট ক্রয় করে যাতায়াত করা যাবে না। তখন কেবল এমআরটি বা র‍্যাপিড পাসধারীরা ৮টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন। কেননা রাত পৌনে ৮টার পর সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
এ ছাড়া পিক আওয়ারে (সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা) ১০ মিনিট পর পর মেট্রো রেল স্টেশনে থামবে।

অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পর পর মেট্রো রেল স্টেশনে থামবে।
মেট্রো রেলের ১৬টি স্টেশন হলো— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।

এর আগে ধাপে ধাপে চালু হওয়া মেট্রো রেলের সব স্টেশন খোলে গত ৩১ ডিসেম্বর। সর্বশেষ চালু হওয়া কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মাধ্যমে পূর্ণতা পায় দেশের প্রথম মেট্রো রেল।

গত ৪ নভেম্বর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। আর এই পথের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশের নির্মাণকাজ চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com