1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
Climate vulnerable countries require enough support: CA ধানমন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না যারা রেললাইনে বসে মজুরির টাকা ভাগাভাগির সময় ট্রেনের ধাক্কায় নিহত ৪ প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন লুট ১৯ হাজার কোটি টাকা উত্তাল জিরো পয়েন্ট ♦ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি ♦ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ♦ কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শিশুর শরীরে সিসার বিষ ♦ সাড়ে ৩ কোটির বেশি শিশুর দেহে উপস্থিতি ♦ সিসাদূষণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ ♦ খেলনায় উচ্চমাত্রায় Expatriates to avail facilities like guests at airports: CA গাজীপুরে ৩৫ ঘণ্টায়ও অবরোধ তুলেনি শ্রমিকরা, যাত্রীদের মারাত্মক ভোগান্তি ৩০ কারখানা ছুটি ঘোষণা

নির্বাচনের দিকে এগোতে হবে সারা দেশে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে নেতারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪ বার দেখা হয়েছে

প্রতিদিন ডেস্ক

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল চট্টগ্রাম, বরিশাল, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করে বিএনপি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান- গতকাল বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্য ধরে রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর পটভূমি বিএনপিই তৈরি করেছিল। তিনি বলেন, ‘বিএনপি’র হাজার হাজার কর্মীর ওপর হামলা-মামলা জেল-জুলুম এবং নেতা-কর্মীদের রক্তের ওপর ভিত্তি করেই ফ্যাসিস্ট হাসিনার পতনের পটভূমি তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকার পতনের পর অন্য বয়ান তৈরি হচ্ছে। এখন শুধু সংস্কারের বয়ান চলছে। মানুষ ভোট দিয়ে কবে সরকার নির্বাচিত করবে সে বয়ান নেই। বাংলাদেশ কখন গণতান্ত্রিক দেশ হবে সে বয়ান নেই।’

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হারুন আর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘রাজনীতি বদলে গেছে। যারা সুশৃঙ্খল তাদের জন্য রাজনীতি। চাঁদাবাজ, দখলবাজ, এদের জায়গা বিএনপিতে হবে না।’ তিনি বলেন, জনপ্রতিনিধিত্বহীন কোনো সরকার জনগণের কথা বুঝবে না, জনগণের কষ্ট বুঝবে না। কারণ বুঝতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের দুঃখ-দুর্দশা বুঝতে হবে। বিদ্যুতের বিল দিতে পারছে না, সেটা বুঝতে হবে, দুবেলা খেতে পারছে না সেটা বুঝতে হবে। শেখ মুজিবুর রহমান একটা বয়ান দিয়ে কিছুদিন স্বৈরাচারী রাষ্ট্র চালিয়েছেন। সেটা থাকে নাই। জনগণের সমর্থন ছাড়া কিছু টিকে থাকে না।
গোলাম আকবর খোন্দকার বলেন, বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। আওয়ামী লীগ বিগত ১৭ বছর নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে জানতে দেয়নি। এ চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। এখন সুযোগ এসেছে, শহীদ জিয়া ও বিপ্লব সংহতি দিবস সম্বন্ধে নতুন প্রজন্মকে জানাতে হবে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ১৯৭৫ সালে সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। নভেম্বর বিপ্লব নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব না নিলে এ দেশের ভাগ্যে কী হতো বলা যায় না। সেদিন শহীদ জিয়া অন্ধকার থেকে দেশকে আলোতে নিয়ে এসেছিলেন।

বরিশাল : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে র‌্যালি ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল সকালে মহানগর বিএনপির উদ্যোগে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ যেমন প্রাণ খুলে কথা বলতে পারেনি। তেমনি কোনো রাজনৈতিক দলকেও করতে দেওয়া হয়নি সভা-সমাবেশ। মানুষের গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এ অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে নগর প্রদক্ষিণ করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে শোভাযাত্রা করেছে বিএনপি। গতকাল বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে (রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপ) রেলস্টেশনের বটতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি রাজবাড়ীর ১ নম্বর রেলগেট দিয়ে পান্না চত্বর ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সদস্য রইচ উদ্দীন ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১০ নভেম্বর ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। রাজবাড়ীতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তবে তাদের কবর রচনা করা হবে। কোনো অবস্থাতেই রাজবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করতে রাজবাড়ী জেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে অবস্থান নেবে।

বিএনপির শোভাযাত্রায় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com