1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জরুরি বৈঠকে ছাত্রনেতারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

চলমান দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জরুরি আলোচনাসভায় বসেছেন ছাত্রনেতারা। সোমবার (২৫ নভেম্বর) রাত ৯টার পর এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম জানান, চলমান সংকট নিরসনে বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-ঐক্য নষ্ট করে ছাত্রসমাজের গ্রহণযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

তিনি বলেন, ‘লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে।’
এর আগে আজ সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈঠকের আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান আন্ত প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন। আমরা মনে করি, চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪-এর গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।

 

এতে আরো বলা হয়, ‘ছাত্রসমাজের ঐকমত্যে চলমান দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা পালনকারী, ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে জরুরি আলোচনাসভা আহ্বান করেছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com