জাতীয় ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এবং রাত ৮টা পর্যন্ত চলা পে-কমিশনের বৈঠকে এ সংক্রান্ত প্রাথমিক পরিকল্পনা গৃহীত হয়েছে।
সভায় পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের বৈঠকে কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া (ড্রাফট) পে-স্কেল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে সংশোধনী আনার পর পুনরায় পূর্ণ কমিশনের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পে-কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ বৈঠক আয়োজন করবে। চলতি ডিসেম্বর মাসে আরও দুটি সভা অনুষ্ঠিত হবে এবং জানুয়ারির শুরুতে আরেকটি পূর্ণ বৈঠকের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। কমিশন জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে।
সভায় উপস্থিত এক সদস্য বলেন, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে, দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে পাঠানো হবে এবং সচিব কমিটির অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পর সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে।
কমিশনের তৈরি খসড়া ড্রাফটে গ্রেড সংখ্যা এবং বেতনের সুপারিশের বিষয়ে বলা হয়েছে, ড্রাফটটি এখনও চূড়ান্ত হয়নি। ফলে বেতন এবং গ্রেড বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য এখনই করা সম্ভব নয়। তবে কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রদান করবে এবং কোনো অতিরঞ্জিত প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হবে না।
জাতীয় বেতন কমিশন নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সরকারি ও অ-সরকারি সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিস্তারিতভাবে বিশ্লেষণ করছে। তবে পূর্ণ প্রতিবেদনের লিখিত রূপ এখনও প্রস্তুত হয়নি।
এদিকে, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি এবং মহাসমাবেশের মধ্যেও আপাতত আন্দোলন তীব্রতার দিকে যাচ্ছেন না। সরকারি সিদ্ধান্ত এবং উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের নেতারা এ মুহূর্তে কঠোর কর্মসূচি স্থগিত রেখেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।