রাজনীতি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চেয়ে ভিডিওবার্তার মাধ্যমে আহ্বান জানানো মাত্র ৭ ঘণ্টায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ১২ লাখ টাকার দান পেয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ডা. জারা জানান, এত দ্রুত অর্থ সংগ্রহের ঘটনা তাদের কল্পনার বাইরে ছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, “মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
ডা. জারা জানান, মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই লক্ষ্য পূরণে আরও ৩৪ লাখ টাকা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, রাত ২টার পর থেকে বিকাশে নির্ধারিত লিমিট অতিক্রমের কারণে আর দান করা সম্ভব নয়। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান গ্রহণ করা হচ্ছে।
এই তহবিল সংগ্রহ কার্যক্রম নির্বাচনের জন্য দলীয় কার্যক্রম ও প্রচারণার তহবিল হিসেবে ব্যবহৃত হবে। দাতাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে দলীয় কার্যক্রমকে সমর্থন দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।