জেলা প্রতিনিধি
বিএনপি’র নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা চেয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রেলপথ অবরোধ করেছেন। এ কারণে রাজধানীগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিপর্যস্ত হয়।
জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে দলের নেতাকর্মী ও ভক্তরা ঢাকা যেতে বিশেষ ট্রেনের বরাদ্দ চেয়ে ১৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা বিএনপি রেলভবনে আবেদন করে। তবে রেলভবন সোমবার রাতে আবেদনটি নাকচ করে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছে।
রেলভবনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়ে, ফলে সকাল ১০ টায় যাত্রার কথা থাকা ট্রেনটি দুপুর দেড় পর্যন্ত ছেড়ে যায়নি। এ ঘটনায় লালমনিরহাট থেকে ঢাকাগামী সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিচ বলেন, প্রিয় নেতাকে দীর্ঘদিন পরে দেখতে হাজার হাজার নেতাকর্মী ঢাকা যেতে প্রস্তুত ছিলেন। তারা যথাযথ প্রক্রিয়ায় বিশেষ ট্রেনের জন্য আবেদন করলেও শেষ মুহূর্তে রেলভবন তা নাকচ করে। তিনি জানান, রেলভবন যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেন বরাদ্দ দেয় না, ততক্ষণ রেলপথ অবরোধ কর্মসূচি চলবে।
লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারেনি বলে নিশ্চিত করেছেন। লালমনিরহাট রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম জানিয়েছেন, অবরোধের কারণে যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং অবরোধ না তুললে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না।
রেলওয়ে বিভাগের কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের ফোনের রিসিভ না করার পাশাপাশি মোবাইল বন্ধ রাখার বিষয়েও জানা গেছে।