জাতীয় ডেস্ক
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি ‘গুজব’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদ সংস্থায় খবর ছড়িয়ে পড়েছিল যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। এই খবরকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ড. খলিলুর রহমান।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব।” তিনি আরও বলেন, এই ধরনের কল্পিত খবর থেকে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং বিষয়টি ভিত্তিহীন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পরিবর্তন সংক্রান্ত আলোচনা চলাকালীন সময়ে, ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। এছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ আরও চারজনের নিয়োগ বাতিল হয়েছে। তবে এ তথ্যের সঙ্গে ড. খলিলুর রহমানের দায়িত্ব পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার করেছেন নিরাপত্তা উপদেষ্টা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সময়ে যে ধরনের গুজব ছড়িয়ে পড়ছে, তার কোনো ভিত্তি নেই এবং বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। এ নিয়ে সরকারি স্তর থেকে কোনো ঘোষণা আসেনি।
ড. খলিলুর রহমানের মন্তব্য সামাজিক ও সরকারি মহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভ্রান্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তিনি তার স্থায়ী দায়িত্বে থাকার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছেন।