বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় চ্যানেল দুটির সম্প্রচার করে দেয়া হয়।
বৃহস্পতিবার (২০ মে) রাত ১০ টার পর থেকে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবারও চ্যানেল দুটি চালু করে দেওয়া হবে।
nagad
তিনি জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।
বিসিএসসিএল চেয়ারম্যান জানান, অন্যান্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।
জানতে চাইলে এসএ টিভির একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি এসেছিল।কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল। তবে ইন্টারনেটে তাদের সম্প্রচার অব্যাহত আছে।