রাজধানীর কদমতলীর শনির আখড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আরাফাত ইয়াসিন (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন। নিহত আরাফাত ইয়াসিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তারা কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। আয়েশা মারুফ মার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করতো আরাফাত।
গতকাল বৃহস্পতিবার ( ২৭ মে) দিবাগত রাত ১০টার দিকে শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরাফাত ইয়াসিনকে উদ্ধার করে রাত সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঢামেকে চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শুক্রবার (২৮ মে) সকাল পৌনে ছয়টায় আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সাত্তার জানান, গত ২০ রমজানের দিকে ওই এলাকার কিশোর গ্যাংয়ের প্রিন্সদের সঙ্গে থাকা এক ছেলের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে আরাফাত তাকে মারধর করেছিল। আমাদের ধারণা তারই জের ধরে কিশোর গ্যাংয়ের প্রিন্স ও শুভসহ ১৫-২০ জন গতকাল বৃহস্পতিবার রাতে আরাফাত দোকান থেকে বাসায় ফেরার পথে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।