1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ওসমান হাদি হামলার ঘটনায় একজন শনাক্ত শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টা: আসামি ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে তিন দিনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপকূলীয় অঞ্চল সংরক্ষণে বনায়ন ও কৃষিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার ও নির্বাচনকালীন নিরাপত্তায় বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত ভারত সফরে আসছেন লিওনেল মেসি, কলকাতায় একই অনুষ্ঠানে শাহরুখ খানের উপস্থিতির সম্ভাবনা শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ, বক্তব্যে রাজনৈতিক উদ্বেগের ইঙ্গিত শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন সালাহউদ্দিন আহমেদ

৮৮ শতাংশ দোকান ভ্যাট দেয় না: জরিপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের আরও ৮টি মার্কেট জরিপ করে দেখতে পেয়েছে ৮৮ শতাংশ দোকান ভ্যাট দেয় না। জরিপে ১০২৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য সংগ্রহ করে এ চিত্র পাওয়া যায়।

ভ্যাট গোয়েন্দা সূত্র জানায়, ভ্যাট গোয়েন্দার তিনটি দল বৃহস্পতিবার রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের ৮টি মার্কেটে জরিপ চালায়। শুক্রবার (২৮ মে) জরিপের তথ্য বিশ্লেষণে এ চিত্র ফুটে ওঠে।

গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ নারায়ণগঞ্জে, সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীন ঢাকায় এবং সহকারী পরিচালক মালেকীন নাসির আকন্দ সাভারের জরিপ কাজে নেতৃত্ব দেন। তিনটি দলে ৪২ জন গোয়েন্দা কর্মকর্তা অংশ নেন।

জরিপ চালানো ৮টি মার্কেট হলো—নারায়ণগঞ্জের মার্ক টাওয়ার, সমবায় নিউ মার্কেট, সায়েম প্লাজা, আল হাকিম (পপুলার) সেন্টার; সাভারের সিটি সেন্টার; ঢাকার উত্তরায় ট্রপিকাল আলাউদ্দীন টাওয়ার, আরএকে শপিং কমপ্লেক্স এবং বাড্ডায় সুভাস্তু নজর ভ্যালি।

মোট ১০২৪টি দোকানে জরিপ চালানো হয়। এর মধ্যে মোট ভ্যাট নিবন্ধিত দোকানের সংখ্যা ১২০টি, ভ্যাট দেয় না ৯০৪টি দোকান।

জরিপ অনুসারে ভ্যাট নিবন্ধিত ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে মাসে ৫০০০ টাকার উপরে ভ্যাট দেয় মাত্র ৪৫টি। বাকি ৭৫টি ৫০০০ টাকার নিচে ভ্যাট দেয়। অথচ জরিপের ফল অনুসারে এদের অধিকাংশের দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ ও অন্যান্য খরচ ও মুনাফা অনুসারে এই পরিমাণ ভ্যাট সঙ্গতিপূর্ণ নয় বলে প্রমাণ মিলেছে।

কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, বেশির ভাগ দোকান ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করে। কিন্তু তারা যথাযথভাবে সরকারের কোষাগারে ভ্যাট পরিশোধ করে না।

মাঠ পর্যায়ের এই জরিপে আরও দেখা যায়, কোনো কোনো মার্কেট গড়ে উঠেছে দশ বছরের বেশি সময় আগে। মার্কেটের দোকানগুলোও একই সময়ের। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হয়েছে দুই বছর হলো। কিন্তু এই দীর্ঘ সময়েও জরিপে প্রাপ্ত ৮৮% প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আসেনি। তবে সুভাস্তু নজর ভ্যালিতে ঢাকা উত্তর কমিশনারেট থেকে বৃহস্পতিবার ৫০০ দোকানকে বাধ্যতামূলক নিবন্ধন দিয়ে তা মার্কেটের নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

জরিপ প্রতিবেদন বলছে, মার্কেট থেকে ভ্যাট সংগ্রহে রাজধানীর চেয়ে ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলোর ভ্যাট দেওয়ায় অনীহা বেশি। এসব এলাকায় ভ্যাট আইন পরিপালন অপেক্ষাকৃত কম।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জরিপের এই ফলাফল এনবিআরের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন আকারে জমা দেবে। এর ওপর ভিত্তি করে এনবিআর কর্মকৌশল নির্ধারণ করবে। ভ্যাটযোগ্য ব্যবসাকে করের আওতাভুক্ত করা এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই জরিপ পরিচালিত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com