1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তদন্ত প্রতিবেদন জমা হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ ♦ মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা ♦ সরাসরি হত্যার নির্দেশ ♦ শিশুদের টার্গেট করে হত্যা ♦ আহতদের চিকিৎসায় বাধা ♦ নিহতদের ময়নাতদন্তে বাধা নির্বাচনি তহবিল সংগ্রহের চাপে বাজেট জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হলে ২০২৬ সালের জুনের মধ্যে অন্তত ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে নির্বাচন কমিশনের (ইসি)। ২০২৫-২৬ বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না পেলে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন বাধাগ্রস্ত হবে বলে মনে করে ইসি Govt abolishes NBR, splits it into two new revenue divisions Govt. issues gazette banning activities of AL CA asks physicians to ensure healthcare for all আন্তর্জাতিক যে কারণে যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত-পাকিস্তান ৩ মিনিটের মাথায় ‘উধাও’ উপদেষ্টা মাহফুজের পোস্ট, কী লিখেছিলেন? পুঁজি সংকটে বিপর্যস্ত বেশ কয়েকটি ব্যাংক ট্রাম্পের ঘোষণা যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান ট্রাম্পের হুঁশিয়ারি পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি

রংপুরের চেম্বারের নতুন সভাপতি হলেন মোস্তফা সোহরাব চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৮৮ বার দেখা হয়েছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। তিনি ২০২১-২০২৩ মেয়াদে আরসিসিআই’র নেতৃত্ব দেবেন। সংগঠনটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স শাপলা কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুল ইসলাম মিন্টু। এছাড়া সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স এম,কে ট্রেডার্স এর স্বত্বাধিকারী মনজুর আহমেদ আজাদ।
অদ্য ১৪ জুন, ২০২১ইং তারিখ সোমবার চেম্বার ভবনের আরসিসিআই বোর্ড রুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন আরসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম। এ সময় তিনি বলেন, প্রত্যেক পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
১৯৬১ সালে রংপুর শহরের ছোট মন্থনায় মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর জন্ম। তিনি ছোট বেলা থেকে বাবার সাথে পৈত্রিক ব্যবসা দেখাশোনা শুরু করেন। সময়ের পরিক্রমায় মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ পরিবহণ ব্যবসার পাশাপাশি কোল্ড স্টোরেজ, জুট মিল ও ফিলিং স্টেশনসহ নানা ব্যবসা বিস্তার করেন।
এছাড়া গত ১২ জুন ২০২১ইং তারিখে চেম্বার ভবনের আরসিসিআই বোর্ড রুমে আরসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ধারা-১৭ এর বিধি ১৫ (১) (জ) মোতাবেক প্রত্যেক পরিচালক পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় ২০২১-২০২৩ মেয়াদে জেনারেল গ্রুপের ১২ জন ও এসোসিয়েট গ্রুপের ৬ জন এবং ট্রেড গ্রুপের ১ জন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
২০২১-২০২৩ মেয়াদে আরসিসিআই এর নতুন পরিচালক হলেন- জেনারেল গ্রুপ থেকে মেসার্স ইকো ডায়াগনোষ্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, মেসার্স রাবেয়ান সন্স এর স্বত্বাধিকারী মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মেসার্স সাঈদ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ রিয়াজ শহিদ শোভন, মেসার্স মোঃ শাহজাহান বাবু এর স্বত্বাধিকারী, মোঃ শাহজাহান বাবু, মেসার্স মুন ক্লিনিক এর স্বত্বাধিকারী পার্থ বোস, মেসার্স মোঃ আকবর আলী এর স্বত্বাধিকারী মোঃ আকবর আলী, মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মেসার্স গিফট সেন্টারের স্বত্বাধিকারী মোঃ ওবায়দুর রহমান রতন, মেসার্স অপসরা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ জাভেদ হাসান ও মেসার্স মহুবর রহমান পার্টিকেল মিলস (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম এবং এসোসিয়েট গ্রুপ থেকে মেসার্স রবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী খেমচাঁদ সোমানী রবি, মেসার্স রুদ্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় প্রসাদ বাবন, মেসার্স বিউটি হার্ডওয়্যার এন্ড টুলস এর স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, মেসার্স বণিক ট্রেডিং এর স্বত্বাধিকারী প্রণয় বণিক ও মেসার্স সাইফুন্নেছা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সাবিহুল হক ও ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান রাঙ্গা, এমপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com