রাজধানীর রামপুরা মোল্লা টাওয়ারের পাশে ‘গ্যাসের পাইপলাইন থেকে বিস্ফোরণ’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়ীকভাবে বন্ধ ছিল রামপুরা হাতিরঝিল সড়ক।
সোমবার (২৮ জুন) সকাল ৬টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এসব তথ্য জানান।
রাসেল শিকদার বলেন, ‘হাতিরঝিলের ৫৬৬ নম্বর ভিআইপি রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারপর আগুন নেভানো হয়।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং কিছু বাড়ির কাঁচ ভেঙে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল রোববার রাতে রাজধানীর মগবাজার এলাকায় একটি বিষ্ফোরণে ৭ জন নিহত ও কমপক্ষে অর্ধশত আহতে হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।