কাউসার খানসিডনি, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রীকে। গতকাল সোমবার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এ জরিমানা করে তাঁকে।
এ জরিমানার ফলে বর্তমান উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসকে গুনতে হচ্ছে ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। রাজ্যের নিউ ইংল্যান্ড অঞ্চলের আর্মাডেল এলাকার একটি পেট্রলস্টেশনে মাস্ক ছাড়া প্রবেশ করেছিলেন বার্নাবি জয়েস। আর তা দেখে কেউ একজন ফোন করে বসেন রাজ্য পুলিশকে। তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পায় পুলিশ আর তৎক্ষণাৎ জরিমানা করে এই ক্ষমতাসীন মন্ত্রীকে। দেশটির চলমান স্বাস্থ্যবিধি অনুযায়ী এখন যেকোনো জনসমাগমের স্থানে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।
এ ঘটনায় উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস ক্ষমা চেয়েছেন সবার কাছে। তিনি বলেন, ‘যদিও আমি মাত্র ৩০ সেকেন্ডের জন্য মাস্ক ছাড়া ছিলাম, তবু জরিমানা দেওয়া হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী।’
উপপ্রধানমন্ত্রীকে জরিমানা করার বিষয়টিকে সবার জন্য উদাহরণ হিসেবে দেখছেন রাজ্যের উপপুলিশ কমিশনার। তিনি বলেন, যে কেউ আইন ভঙ্গ করলে পুলিশ তদন্ত করবে এবং পদক্ষেপ গ্রহণ করবেই। তবে দেশটিতে এ রকম উদাহরণ নতুন নয়। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা, মন্ত্রীদের জরিমানা করার নজির রয়েছে অনেক। এর আগে সমুদ্রে লাইফ জ্যাকেট ছাড়া নামায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকেও জরিমানা করা হয়েছিল।