1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ : যুক্তরাষ্ট্র স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টা ‘১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি খাওয়াইলা না’ অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার তিন এমপির মদদে ‘ফকির’ ধনী ফকির গ্রুপের দুর্নীতি মজুদ করছেন ব্যবসায়ীরা, পেঁয়াজের দাম বৃদ্ধি বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হাতছাড়া হতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৭ শতাংশের নিচে মিরপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মীদের ওপর হামলা, বিক্ষোভ লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ Jamaat ameer meets Khaleda Zia in London

ফ্রি ফায়ার-পাবজি গেমের কারণে খুন হয় শিশু আবির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধিফ্রি ফায়ার-পাবজি গেম সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির ছাত্র শিশু আবির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের গাংনী থানার ওসি বজলুর রহমান। বুধবার বিকেল ৩টার দিকে গাংনী থানায় হত্যাকাণ্ড সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

হত্যাকাণ্ডের ঘটনায় শিশু আবির হোসেনের মা রোজিনা খাতুন বাদী হয়ে মুজাহিদ ও হামিম নামে দুজনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা মেহেরপুর আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে আসামিদের বয়স ১৪ ও ১৫ বছর হওয়ার কারণে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, মুজাহিদ, হামিম ও আবির তিনজন পরস্পর আত্মীয় হওয়ার কারণে একসাথে খেলাধুলা করতো। মোবাইল ফোনে সাধারণ গেম খেলতে খেলতে একপর্যায় ফ্রি ফায়ার-পাবজি গেমে আসক্ত হয়ে পড়ে তারা। কয়েক সপ্তাহ আগে মুজাহিদের কাছ থেকে আবির হোসেন ফ্রি ফায়ার-পাবজি গেম অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড নিয়ে সেটি পরিবর্তন করে। ওই অ্যাকাউন্টে মুজাহিদের ৫০ হাজার টাকা রয়েছে দাবি করে আবির হোসেনের কাছে অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড অথবা টাকা ফেরত চায় মুজাহিদ। কিন্তু আবির হোসেন আইডি ও পাসওয়ার্ড না দেওয়ায় বিরোধ শুরু হয়।
তিনি আরো বলেন, ঘটনার দিন ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে হামিমকে সাথে নিয়ে মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ আবির হোসেনকে ডেকে নিয়ে মারধর করে। পরে হামিমের বেল্ট খুলে আবিরের গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আবিরের কাছে থাকা তার মায়ের মোবাইল ফোন থেকে মুজাহিদ আবিরের বাবার কাছে হিন্দি ভাষায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

আবিরের বাবা বিষয়টি আবিরের মা রোজিনা ও তার স্বজনদের জানায়। পরে স্বজনরা আবিরকে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করার পাশাপাশি ৯৯৯ নম্বরে কল দেয়। ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মুজাহিদ ও হামিমকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায় হত্যার ঘটনা স্বীকার করে তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com