রাজশাহী ব্যুরো
প্রতিপক্ষ প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় মেয়রকে না পাওয়া গেলেও তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে রাজশাহীর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেয়ায় মেয়র মুক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাত ৯টায় মনোয়ারের বাড়িতে মেয়র মুক্তার আলীর লোকেরা হামলা চালায়। এ সময় তাকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মনোয়ার থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।’
জেলা পুলিশের মুখপাত্র বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।