সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী এক সপ্তাহের জন্য ব্যাংক লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে রোববারও বন্ধ থাকছে ব্যাংক লেনদেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত এক ঘণ্টা বৃদ্ধি করে ব্যাংক লেনদেন চলবে।
মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারার জন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।