বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে এখন বিশ্বে ২৯ তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক। গেলো সোমবারও বাংলাদেশ বিশ্বে ৩০ তম এবং এশিয়ায় অষ্টম অবস্থানে ছিল। পাকিস্তান তখন বাংলাদেশের ঠিক আগে অর্থাৎ বিশ্বে ২৯ তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে ছিল।
কিন্তু রাতারাতি পাকিস্তানের জায়গা দখল করে নেয় বাংলাদেশ। মঙ্গলবার জানা যায়, “দেশে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন।” ঠিক ওই সময় পাকিস্তানে শণাক্ত হন ৮৩০ জন। আর তাতেই পাকিস্তানকে অতিক্রম করে ফেলে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লক্ষ ৬৬ হাজার ৪০৬ জন। আর পাকিস্তানে ৯ লক্ষ ৬৪ হাজার ৪৯০ জন।
এদিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪০ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ওয়ার্ল্ডোমিটারস (বাংলাদেশ সময় বুধবার ভোর চারটা) জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৫২ লক্ষ ৮৫ হাজার ৪৪৫। এদের মধ্যে ৪০ লক্ষ সাত হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৯৫ লক্ষ ১৪ হাজার ১৩১ জন