নিজস্ব প্রতিবেদকলকডাউন শিথিলের ঘোষণায় গণপরিবহন ছাড়া সবকিছুই চলছে আগের মতো। চলমান ‘কঠোর’ বিধিনিষেধের মেয়াদ আজ ১৪ জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে। তবে গতকাল থেকেই সবকিছু চলছে আগের মতো। অনেক এলাকায় সব দোকানপাট ছিল খোলা, ভিড় ছিল মানুষের। অলি-গলি চায়ের দোকানে আড্ডা ছিল জমজমাট। ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে দেখা গেছে অনেককেই। রাস্তায় ছিল উবার-পাঠাওয়ের মোটরসাইকেল রাইডাররা। রাস্তায় রিকশার পাশাপাশি ব্যক্তিগত গাড়িই ছিল অনেক বেশি। অনেক রাস্তায় ছিল যানজটও। গতকাল সকাল থেকেই রাজধানীর কাকরাইল, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, কারওয়ান বাজার, পান্থপথ, নিউমার্কেট, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। এদিকে চলমান কঠোর লকডাউনের গতকাল ১৩তম দিনে সরকারের বিধিনিষেধ লঙ্ঘন করায় ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১৯ জনকে জরিমানা করেছেন ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে আজ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন যে বিধিনিষেধ ছিল তা এই আট দিন আর থাকছে না। তবে ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।
বিধিনিষেধ লঙ্ঘনে গ্রেফতার ৫৫২, জরিমানা ১৭ লাখ : চলমান কঠোর লকডাউনে গতকাল ১৩তম দিনে সরকারের বিধিনিষেধ লঙ্ঘন করায় ৫৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১৯ জনকে জরিমানা করেছেন ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬০৪ জনকে গ্রেফতার করা হয়। বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে আসায় ১১৯ জনকে জরিমানা করা হয় ২ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। পাশাপাশি সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ এ সময় ৬৯৬টি গাড়িকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করে।