নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত অর্থবছরে (২০২০-২১) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। ওই বছরের শেষের দিকে ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে সরকার। গত এপ্রিল পর্যন্ত (১০ মাসে) ঋণ নেয়ার তুলনায় পরিশোধ বেশি ছিল। তবে এখন আবার সরকারের ব্যাংকঋণের পরিমাণ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ ২৬ হাজার ৭৮ কোটি টাকা। এতে ব্যাংক খাতে মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজার ৯০১ কোটি টাকা। আলোচ্য অর্থবছরের শুরুতে এক লাখ ৭৮ হাজার ৮২৩ কোটি টাকা ছিল এ ঋণের পরিমাণ।
বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪৬ হাজার ১৭ কোটি টাকা ঋণ নিলেও বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করেছে ১৯ হাজার ৯৩৯ কোটি টাকা। ফলে অর্থবছর শেষে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৮ কোটি।
সংশ্লিষ্টরা জানান, শেষ সময়ে সরকারের বিভিন্ন পরিশোধ করতে গিয়ে ঋণের প্রয়োজন হচ্ছে। এ কারণে সঞ্চয়পত্র থেকে লক্ষ্যমাত্রার অনেক বেশি ঋণ নেয়ার পরও ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। বাজেট ঘাটতি মেটাতে গত অর্থবছর (২০১৯-২০) লক্ষ্যমাত্রা সংশোধন করে ব্যাংক থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে সে সময় ৭২ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ নেয় সরকার। সে তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে সরকারের ঋণ তুলনামূলক অনেক কম।
সরকারের ঋণ প্রসঙ্গে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, সরকারের বাজেটের আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবের সঙ্গে মিল কম ছিল। মহামারির কারণে সরকারের উন্নয়ন বাজেটের (এডিপি) বাস্তবায়ন কম হয়েছে। সঞ্চয়পত্র ও বিক্রি বেড়েছে। এসব কারণে ব্যাংকঋণ লক্ষ্যমাত্রার চেয়ে কম নিয়েছে। তবে ব্যাংকগুলোয় এখন পর্যাপ্ত তারল্য পড়ে আছে। এখন ব্যাংকাররা চাচ্ছেন সরকারকে ঋণ দিতে। এতে তাদের কিছু আয় বাড়বে।
নতুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছে অনুদান ছাড়া ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল ব্যাংক খাত। এবারও ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা নেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সব মিলিয়ে ১ লাখ ২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৬২ হাজার ৬১৬ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৮৫ কোটি ৯৮ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরের সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের বাজেটে যার লক্ষ্য ছিল ২০ হাজার কোটি টাকা। l
Save
Share