কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের একটি স্টুডিও থেকে পাসপোর্টের নকল সীল এবং স্লিপসহ পিতা-পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দিনা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর সরকার বাড়ির মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে চন্দন সরকার (৬৫) এবং তার ছেলে রিপন সরকার (৩২)। এসময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট ও ২টি নকল সীলমোহর উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যোৗথ অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি) ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপসহ ৫টি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়। চান্দিনা থানার এসআই মঞ্জুর আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরে তারা স্টুডিও ব্যবসার আড়ালে পাসপোর্টের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।