1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

ইভ্যালির সদস্যপদ স্থগিতের প্রক্রিয়া শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকইভ্যালিসহ ছয় ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করার প্রক্রিয়া শুরু করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ জন্য প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলোকে ‘কেন সদস্যপদ বাতিল করা হবে না’ তার কারণ দর্শাতে চিঠি পাঠানো হয়েছে। ইভ্যালি ছাড়া যে প্রতিষ্ঠানগুলোকে এই চিঠি দেওয়া হয়েছে, সেগুলো হলো—গ্লিটার্স আরএসডি ওয়ার্ল্ড, গ্রীন বাংলা ই-কমার্স লিমিটেড, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, আমার বাজার লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজ্যুমারস লিমিটেড।

গত বুধবার প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইক্যাবের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন ক্রেতা ও মার্চেন্টদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরও ‘সদস্যপদ কেন স্থগিত করা হবে না’ তার জবাব চাওয়া হয়েছে ইভ্যালির কাছে পাঠানো চিঠিতে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বরাবর চিঠিটি দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর কাছেও একইভাবে চিঠি পাঠানো হয়েছে।

ইক্যাবের এই কর্মকর্তা আরও বলেন, কারণ দর্শানোর চিঠি পাঠানোটা কেবলই একটা আনুষ্ঠানিকতা মাত্র। ইভ্যালির সদস্যপদ স্থগিতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

ই-ক্যাবের গঠনতন্ত্রের ৯ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইভ্যালিকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে ইভ্যালিকে উত্তর দিতে হবে।

চিঠির বিষয়ে ইভ্যালির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com