সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।
বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীর। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে বাদ পড়েছেন লিটন দাস।
আরও পড়ুন:
দীর্ঘদিন পর দলে ফেরা নিয়ে যা বললেন সৌম্য
বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।