1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রাজধানীতে নির্দেশনা অমান্য করায় গ্রেফতার পাঁচ শতাধিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকনভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। বিধি-নিষেধ প্রতিপালনে মাঠে নামে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়া শুরু থেকে সক্রিয়ভাবে চলছে ভ্রম্যমাণ আদালতের কার্যক্রম। রাজধানীতে বিধিনিষেধের তৃতীয় দিনে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বণিক বার্তাকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি জানান, বাইরে থাকার যৌক্তিক কারণ দেখাতে না পারায় সন্ধা পর্যন্ত ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২১ টি গাড়ির চালককে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া গত তিন দিনে মোট ১ হাজার ৩৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ৫৭৩ জনকে ৩ লাখ ২৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এবং ডিএমপি ট্রাফিক বিভাগ ১ হাজার ৪০৩ টি গাড়ির চালককে ৩৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ইফতেখায়রুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বিধিনিষেধ প্রতিপালনে ডিএমপির ৮ টি অপরাধ বিভাগ কাজ করছে। এছাড়া ট্রাফিক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলমান রয়েছে শুরু থেকেই। গ্রেফতার ও জরিমানা করাই আমাদের উদ্দেশ্য না। আমরা মানুষজনকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে সচেতন করছি। এরপরও অনেকেই অপ্রয়োজনে কিংবা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়ে ঘুরাফেরা করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com