ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার সন্ধা ৭টা ৫০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়। এ সময় গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনে বলা হয়েছে, আসামি গোপনে সরকার বিরোধী কার্যকলাপ ও পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তা ছাড়া আসামির সাথে কোন সন্ত্রাসী গোষ্ঠী এবং মহলের যোগাযোগ রয়েছে, যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার সাথে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী এবং মহল সম্পর্কে তথ্য প্রদানে অনীহা প্রকাশ করে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, আসামি (হেলেনা জাহাঙ্গীর) অনলাইন ভার্চ্যুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সরকরের বিভিন্ন মন্ত্রী, এমপি ও দেশের সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে ‘কটূক্তি করে’ ‘সরকারের ভাবমূর্তি ও দেশের ভাবমূর্তি নষ্ট করছেন’। এ সময় তিনি মিথ্যা, মানহানি তথ্য প্রকাশ ও প্রচার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো কাজে লিপ্ত আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা পর তাদের নির্দেশে বৃহস্পতিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে দুটি স্মার্ট ফোন জব্দ করা হয়। যেখানে Helana Jahangir নামে তার ফেসবুকে এসব তথ্যের প্রমাণ পাওয়া গিয়েছে।
তা ছাড়া আবেদনে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ২৪(খ); ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি এর ১(বি); ২০০১ সালের বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০১০) এর ৩৪ (খ); ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এর ৩৪(খ) ধারায় একাধিক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।