1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘাত বৃদ্ধি, মধ্যস্থতায় উদ্যোগী যুক্তরাষ্ট্র সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে নন-ক্যাডার কর্মচারীরা মেগা প্রকল্প বন্ধ করে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের অঙ্গীকার তারেক রহমানের ইমরান খানের সাক্ষাৎ নিষেধাজ্ঞা ঘিরে আদিয়ালা কারাগারে উত্তেজনা, পুলিশের অভিযান অন্তর্বর্তী সরকারের সংস্কার সুরক্ষায় স্থায়ী কাঠামো গঠনের ওপর জোর এসআই আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের দ্বাদশ বৈঠক শুরু নির্বাচন তফসিল বৃহস্পতিবার ঘোষণা করছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত আওয়ামী লীগবিষয়ক জনপ্রিয়তা জরিপের নৈতিকতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রশ্ন

পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে পাবেন যে বাংলাদেশি ব্র্যান্ডের স্মার্টফোন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। সাধ্যের মধ্যে আমরা সব সময় ভালো স্মার্টফোন চাই। সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনগুলোতে নানারকম সুবিধাযুক্ত হয়েছে। নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে নানা সুবিধাযুক্ত স্মার্টফোন। মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন। মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যাবে-

প্রিমো এনফোর
প্রিমো এনফোর। ছবি: সংগৃহীত
ওয়ালটন
সাশ্রয়ী দামে সেরা কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করতে চায় ওয়ালটন। ওয়ালটনের এ রকম একটি ফোন হচ্ছে ‘প্রিমো এনফোর’। ‘প্রিমো এনফোর’ মডেলের এই ফোনে ব্যবহৃত হয়েছে বিশাল ডিসপ্লে, শক্তিশালী র‍্যাম-রম ও ব্যাটারি, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।

ফোনটি অ্যান্ড্রয়েড পাই ভি৯ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১৬ ন্যানোমিটারের হেলিও পি২৩ প্রসেসর। যাতে রয়েছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রমবিশিষ্ট মডেলের ফোনটির দাম ৯ হাজার ৭৯৯ টাকা।

প্রিমো এনএফ৫
প্রিমো এনএফ৫। ছবি: সংগৃহীত
ওয়ালটনের আরেকটি ফোন হচ্ছে ‘প্রিমো এনএফ৫ ’। ‘প্রিমো এনএফ৫’ মডেলের এই ফোনে ব্যবহৃত হয়েছে বিশাল ডিসপ্লে, শক্তিশালী র‍্যাম-রম ও ব্যাটারি, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর। ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রমবিশিষ্ট মডেলের ফোনটির দাম ৯ হাজার ৬৯৯ টাকা। ওয়ালটনের আরও কিছু মডেলের স্মার্টফোন রয়েছে যেগুলো মোটামুটি এই ধরনের সুবিধার এবং পাওয়া যাবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে।

সিম্ফনি জেড ৩0
সিম্ফনি জেড ৩0। ছবি: সংগৃহীত
সিম্ফনি
সিম্ফনির জেড সিরিজের ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড ৩0। ইনডিগো ব্লু এবং অ্যামাজন গ্রীন এই দুই কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় বান্ডেল অফারসহ মাত্র ৯ হাজার ৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ১০.০। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিম্ফনির হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৫০০০ এমএএইচের লিথিয়াম পলিমার বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দুই দিন ব্যবহার করা যাবে স্মার্টফোনটি। এছাড়াও সেটটিতে আছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র দেড় ঘণ্টা।

সিম্ফনি জেড ৪0
সিম্ফনি জেড ৪0। ছবি: সংগৃহীত
সিম্ফনির জেড সিরিজের আরেকটি ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড ৪0। ব্লু এবং গ্রীন এই দুই কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় বান্ডেল অফারসহ মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ১০.০। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে স্মার্টফোনটিতে। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিম্ফনির হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৫০০০ এমএএইচের লিথিয়াম পলিমার বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দুইদিন ব্যবহার করা যাবে স্মার্টফোনটি। এছাড়াও সেটটিতে আছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র দেড় ঘণ্টা। সিম্ফনির আরও কিছু মডেলের স্মার্টফোন রয়েছে যেগুলো মোটামুটি এই ধরনের সুবিধার এবং পাওয়া যাবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com