1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লাপাত্তা সেই ১৪ দল অফিস ভাড়া বাকি রেখে উধাও গণতন্ত্রী পার্টি কাগজে থাকলেও বাস্তবে অফিস নেই তরিকত ফেডারেশনের গোলাম রাব্বানী ও শরিফুল ইসলাম সীমান্ত ভোটের জটিল হিসাবে দুই প্রার্থী ♦ ভাগ্য ঝুলছে অঙ্গরাজ্যের ভোটে ♦ কমলায় ঝুঁকেছেন শ্বেতাঙ্গ নারীরা ♦ ট্রাম্পে সমর্থন হিসপ্যানিকদের Chief Adviser urges Australia to increase regular migration from Bangladesh রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা নির্বাচনমুখী সরকার ইসি গঠনে সার্চ কমিটি চূড়ান্ত প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের ভোট প্রস্তুতিতে বিএনপি ♦ জোট নেতাদের দেবে আসন ছাড় ♦ বিজয়ী হলে গড়বে জাতীয় সরকার ♦ নভেম্বরে মহানগরসহ সব সাংগঠনিক জেলায় সমাবেশ ৩ লাখ কোটির হদিসে দুই সংস্থা ১৫ বছরে বিপুল পাচার টাকা নিয়ে অনুসন্ধানে দুদক ও সিআইডি UN fact-finding mission likely to finalise its report by early Dec: Türk ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৩১২ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ প্রাণহানি আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

পরীমণি ও রাজ চার দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকমাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র‍্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।

আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র‍্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।

র‍্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।

র‍্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com